মুন্সিগঞ্জ স্কুলশিক্ষকের শাসন : অভিমানি স্কুলছাত্রীর বিষপান

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ সোনাতনপুরের এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যার অপচেষ্টা চালিয়েছে। গতকাল সোমবার দুপুরে মুন্সিগঞ্জ একাডেমী থেকে বাড়ি ফিরে বিষপান করে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক আনারুল ইসলাম বকাঝকা ও যুবকের সাথে কথা বলাই কটুক্তি করার কারণে স্কুল থেকে বাড়ি ফিরে স্কুলছাত্রী বিষপান করে। স্কুলছাত্রীর পিতা-মাতা এ অভিযোগ করলেও স্কুলশিক্ষক আনারুল ইসলাম বলেছেন, নবম শ্রেণির ওই ছাত্রী বিদ্যালয়ের একটি কক্ষে বহিরাগত দু যুবকের সাথে কথা বলছিলো। এ কারণে শিক্ষক হিসেবে ছাত্রীকে সতর্ক করে দিই। এটুকু দায়িত্ব পালন তো একজন শিক্ষক করতেই পারেন। তাতেই সে বিষপান করবে? ভাবতেও অবাক লাগছে। ছাত্রী বিষপানে আত্মহত্যার অপচেষ্টা চালিয়েছে শুনে কষ্ট হচ্ছে।