হরিণাকুণ্ডু প্রতিনিধি: হরিণাকুণ্ডু উপজেলার ৫নং কাপাশহাটীয়া জোনের ৪৩তম আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা গতকাল ভাতুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়মাঠে শুরু হয়েছে। ইউনিয়নের ৫টি মাধ্যমিক বিদ্যালয়এ খেলায় অংশগ্রহণ করছে। প্রথমদিনে ২টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ভাতুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলে শাখারিদহ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।
দিনের অপর খেলায় ভালকী মাধ্যমিক বিদ্যালয় শিতলী মাধ্যমিক বিদ্যালয়কে ৩-০ পরাজিত করে।