মেহেরপুর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসন ও শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে সদর উপজেলার রামদাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গাংনী উপজেলার জোড়পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করেছে। গতকাল শনিবার অনুষ্ঠিত খেলায় সদর উপজেলার রামদাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬-০ গোলে গাংনী উপজেলার মিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং গাংনী উপজেলার জোড়পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে সদর উপজেলার রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। এর আগে বিকেল ৩টায় মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন খেলার উদ্বোধন করেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌফিকুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিসি হুমায়ূন কবির।