খবর: (চুয়াডাঙ্গার বোয়ালমারী গ্রামে পরস্ত্রীর ঘরে বেগানা পুরুষ)
পরের ঘরে পরের স্বামী আছে
কার বউ যে রয়েছে কার কাছে
তালগোল খুব পাকছে এসব নিয়ে
কয়জনাকে করছে কজন বিয়ে?
রাতের ঘোরে দিনের ভোরে হয়
সব কিছু তো মিথ্যা হওয়ার নয়
যায় না বোঝা হয়েছে কার দোষ
মনের ভেতর মধুর মধুর জোশ।
কিন্তু বাপু ধরা খেলেই হাসি
টাটকা জিনিস এক নিমেষেই বাসি
লোকজনতা ধরেই দেবে কচা
হয়ে যাবা সাত জনমের পচা!
-আহাদ আলী মোল্লা