স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় বঙ্গজপাড়ার রাজিবকে (২৪) স্টেশন এলাকায় নিয়ে নির্মমভাবে মারপিট করা হয়েছে। কুপিয়েও রক্তাক্ত জখম করা হয় তাকে। রাজিব দৌঁড়ে পুলিশ পুলিশ ফাঁড়িতে গিয়ে প্রাণে রক্ষা পায়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
রাজিব অভিযোগ করে বলেছে, দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার রাশেদ তার লোকজনকে সাথে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে ধরে নিয়ে নিমর্মভাবে মারপিট করে। কুপিয়ে আহত করে। কেন মারপিট?
বঙ্গজপাড়ার সানোয়ার হোসেনের ছেলে রাজিব বলেছে, দক্ষিণপাড়ার রাশেদের সাথে পূর্ব বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরে মোবাইলফোন চুরির মিথ্যা অভিযোগ তুলে দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ড থেকে ধরে নিয়ে স্টেশন এলাকায় নেয়। স্টেশন বটতলায় নিয়ে নির্মমভাবে মারপিট করতে থাকে। এক পর্যায়ে পালিয়ে পুলিশ ফাঁড়িতে গিয়ে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচি। পুলিশ ফাঁড়ির ভেতর থেকেও ওরা ধরে নিতে চেয়েছিলো।