২০ দলীয় জোটের কালো পতাকামিছিল আজ

 

 

স্টাফ রিপোর্টার: গাজায়ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে আজ দেশব্যাপি কালোপতাকা মিছিল করবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। ইতোমধ্যে কর্মসূচিকেকেন্দ্র করে কেন্দ্রীয়ভাবে ঢাকাসহ সারাদেশে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।একই সঙ্গে শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রাজধানীতেএ কর্মসূচি পালনের অনুমতি পেয়েছে ২০ দলীয় জোট।

উল্লেখ্য, গত মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার
সঙ্গে দলের স্থায়ী কমিটি ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে এ কর্মসূচি চূড়ান্ত করা হয়।
রাজধানীর নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিকেল ৩টায় এ মিছিলশুরু হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে দেশের সব মহানগর ও জেলা সদরে কালো পতাকামিছিল করবে ২০ দলীয় জোট।

এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে বিএপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ডিএমপির সঙ্গে মৌখিক আলোচনায় ইতিবাচক সাড়া পাওয়া গেলেও এখনো পর্যন্তআনুষ্ঠানিকভাবে অনুমতি দেয়া হয়নি। পুলিশের কাছে অনুমতি চেয়ে গত ১২ আগস্টচিঠি দেয়া হয়েছে।তিনি বলেন, তাদের কালো পতাকা মিছিল হবে শান্তিপূর্ণ। এটা অন্যায়ের বিরুদ্ধেপ্রতিবাদ। আশা করেন, প্রশাসন মিছিলের অনুমতি দিতে কার্যকর ভূমিকা রাখবে।
জামায়াতের আহ্বান:এদিকে, ১৬ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ২০ দলীয় জোটের পক্ষ থেকে ঘোষিত সবকর্মসূচি সফল করার জন্য জোটের শরিক ও দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেনজামায়াতে ইসলামী।দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান শুক্রবার একবিবৃতিতে এ আহ্বান জানান।