আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে আকিজ কোম্পানির সিগারেট ও মালামাল ছিনতাইয়ের আসামি মজনুকে (৫০) গতকাল শনিবার গ্রেফতার করেছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।
জানা গেছে, গত বছরের ১০ জানুয়ারি আলমডাঙ্গার হাউসপুর এলাকায় আকিজ কোম্পানির লোকজন সিগারেট ও অন্যান্য মালামাল বিভিন্ন দোকানে বিক্রি করছিলো। এ সময় হঠাত করে ৭/৮ জনের একটি ছিনতাইকারী কোম্পানির লোকজনকে জিম্মি করে প্রায় লক্ষাধিক টাকার মালামাল ছিনতাই করে নিয়ে যায়। এ সময় ওই এলাকার এরিয়া ম্যানেজার তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দিলে কিছু সিগারেট ও মালামাল উদ্ধার হলেও অনেক মালামাল ওই ছিনতাইকারীচক্র ছিনতাই করে নিয়ে যায়। ওই দিন সন্ধ্যায় আলমডাঙ্গা অঞ্চলের এরিয়া ম্যানেজার থানায় ৭ জনকে আসামি করে একটি মামলা করেন। আলমডাঙ্গার ওয়াপদা কলোনির মৃত নেহার মণ্ডলের ছেলে মজনু র্দীঘদিন পলাতক ছিলো। গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই টিপু সুলতান অভিযান চালিয়ে ওয়াপদা কলোনী থেকে মজনুকে গ্রেফতার করে। আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানা গেছে।