ঝিনাইদহের শৈলকুপায় স্কুলছাত্রীর আত্মহত্যা

 

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় জেসমিন আক্তার (১২) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। সে উপজেলার বালিয়াডাঙ্গার মাহাতাব মণ্ডলের মেয়ে। জেসমিন শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, জেসমিন মঙ্গলবার সন্ধ্যার সময় পড়াশোনা নিয়ে পিতা তাকে ধমক দেন। সে পিতার ওপর অভিমান করে নিজ বাড়ির ঘরের মধ্যে রশিতে ঝুলে ফাঁস দেয়। খোঁজাখুজির এক পর্যায়ে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। শৈলকুপা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।