গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন সড়কে ডাকাতি-ছিনতাই দলের অন্যতম সক্রিয় সদস্য মোজাম আলী ওরফে মোজাম ডাকাতকে (৪০) আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার দুপুরে গাংনী উপজেলার কাজিপুর থেকে আটকের পর তার বাড়ি থেকে একটি এলজি শাটারগান উদ্ধার করা হয়েছে। সে নওদাপাড়া গ্রামের চাঁদ মহাম্মদের ছেলে।
র্যাব-৬ গাংনী ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সাংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার এএসপি তারেক জুবায়েরের নেতৃত্বে র্যাবের একটি বিশেষ দল কাজিপুর ব্রিজ বাজার এলাকায় অভিযান চালিয়ে মোজামকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী পরবর্তীতের তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি এলজি সার্টারগান উদ্ধার করে র্যাব।
র্যাব কমান্ডার আরও জানিয়েছেন, সড়কে ডাকাতি ও ছিনতাই দলের অন্যতম সদস্য মোজাম আলী ওরফে মোজাম ডাকাত আত্মগোপনে থেকেই তার কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। তার নামে গাংনী থানায় ৩টি ডাকাতি মামলা ছাড়াও ছিনতাই ডাকাতির অসংখ্য অভিযোগ রয়েছে।