দৌলতপুরে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম মোল্লাপাড়া এলাকায় মাবিয়া (৩৬) নামে এক গৃহবধূ বাড়ি সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছেন। তিনি একই এলাকার ইস্কান্দার আলীর স্ত্রী।

থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে মাবিয়া খাতুন মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যান। তার বাড়ি ফিরতে দেরী হওয়ায় স্বজনরা নদীঘাটে গিয়ে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে।