স্টাফ রিপোর্টার: বাংলাদেশে সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন আশা করে যুক্তরাজ্য। তবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোসহ জনগণকেই এখানকার নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি এবং দেশটির আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী রুশনারা আলী।
এ সময় তার পাশে উপস্থিত ছিলেন পাকিস্তানী বংশোদ্ভূত একই দলের এমপি এবং বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞান বিষয়ক ছায়ামন্ত্রী শাবানা মাহমুদ। রুশনারা বলেন, কোনো বিদেশি এমপি, মন্ত্রীরা এ দেশে এলে আপনারা তাদের কাছে জিজ্ঞাসা করেন এদেশের নির্বাচন সম্পর্কে। কিন্তু আপনাদের ভাবা দরকার, এটা আপনাদেরকেই ঠিক করতে হবে। বাংলাদেশের চলমান গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে বলেও এ সময় আশা প্রকাশ করেন তিনি।