মাথাভাঙ্গা মনিটর: কলুষিত ক্রিকেটার শান্তকুমারন শ্রীশান্ত ও অঙ্কিত চৌহানকে আজীবন নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। রাজস্থান রয়্যালসের এ দু খেলোয়াড় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ষষ্ঠ আসরে স্পট ফিক্সিং করায় দোষী সাব্যস্ত হয়েছেন। তাদের ক্লাব সতীর্থ সিদ্ধার্থ ত্রিবেদী এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কারাদেশ পেয়েছেন। পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন অমিত সিং। উপযুক্ত তথ্যপ্রমাণাদির অভাবে দেশের অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী সদস্য হারমিত সিঙের মামলা খারিজ করে দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার নয়াদিল্লিতে বিসিসিআইর ডিসিপ্লিনারি কমিটি আলোচনাসভা শেষে এ শাস্তি আরোপ করেন। এ কমিটিতে ছিলেন বোর্ডের ভাইস প্রেসিডেন্ট নিরঞ্জন শাহ ও অরুন জয়তলি। বোর্ডের দুর্নীতিবিরোধী ইউনিটের একসদস্য বিশিষ্ট প্যানেলের রবি সাওয়ানির সুপারিশে খেলোয়াড়দের এ নিষেধাজ্ঞা জারি করা হয়। ডিসিপ্লিনারি কমিটি এদিন শ্রীশান্ত, অঙ্কিত, অমিত, হারমিত ও সিদ্ধার্থকে শুনানিতে ডেকেছিলো। এক বিবৃতিতে বিসিসিআই জানায়, শ্রীশান্ত যে কোনো ধরনের ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ থাকবে। এমনকি বিসিসিআই বা তার সহযোগী সংগঠনগুলোর সহায়তা থেকেও তিনি দূরে থাকবেন। অঙ্কিত চৌহানকেও একই শাস্তি দেয়া হলো।