বিলুপ্তপ্রায় হা-ডু-ডু খেলার সাথে নতুন প্রজন্মকে পরিচিত করানোর লক্ষ্যে আলমডাঙ্গার কালিদাসপুরে হা-ডু-ডু খেলার উদ্বোধন

 

আলমডাঙ্গা ব্যুরো: বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার সাথে নতুন প্রজন্মকে পরিচিত করানোর লক্ষ্যে গতকাল আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামে ৮ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় সবুজ দলকে ২ পয়েন্টে হারিয়ে লাল দল বিজয় লাভ করেছে। খেলায় শফি উদ্দিনের নেতৃত্বে সবুজ দল ৪৪ পয়েন্ট অর্জন করে। অন্যদিকে, মহাবুল মেম্বরের নেতৃত্বে লাল দল ৪৬ পয়েন্ট অর্জন করে। এরপূর্বে ৮ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ ড. আব্দুস শহিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকপাড়া গ্রামের বিশিষ্ট সমাজকর্মী আমির হোসেন দুলাল।

বিশেষ অতিথি ছিলেন কালিদাসপুর গ্রামের মণ্ডল বজলুর রহমান, মহি উদ্দিন, মিজানুর রহমান। খেলার আগে প্রধান অতিথি শান্তির প্রতীক শ্বেতকপোত উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন। খেলায় নতুন প্রজন্মের কিশোর তরুণসহ বহু দর্শকের আগমন ঘটে।