টিপ্পনী:

খবর: (২৪ জানুয়ারির মধ্যে যেকোনো দিন নির্বাচন)

উঠলো হাওয়া নির্বাচনের

ভোরেই নেতা ওঠেন,

ভোটের আশায় সকাল-বিকেল

এ গাঁয় ছোটেন।

 

ভোটের সময় হাতি নেতা

ছুটনা ছোট পাতি নেতা

নানান বেশে জোটেন,

ভোটের পরেই ফোটেন।

 

সব নেতাকেই চিনি ওরা

ভোটের আগেই আসেন,

জনতা নয় সবচে’ বেশি

ভোটকে ভালোবাসেন।

 

-আহাদ আলী মোল্লা