ঝিনাইদহের এনায়েতপুর গ্রামে ডাকাতি দলের হানা : টাকাসহ মালামাল লুট

 

 

ডাকবাংলা/বদরগঞ্জ ব্যুরো:ঝিনাইদহের এনায়েতপুর গ্রামের আসাদুল হকের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা বাড়ির গৃহকর্তার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে।

এলাকাসূত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মাঠপাড়ার আসাদুল হকের বাড়িতে ১০/১২ জনের এক ডাকাতদল হানা দেয়। ডাকাতরা প্রথমে অস্ত্রের মুখে গৃহকর্তাকে জিম্মি করে। একপর্যায়ে আসাদুল হকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে তার স্ত্রী-সন্তানকে আটকে রেখে ঘরে থাকা নগদ ১২হাজার টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায় বলে গ্রামের অনেকেই এ তথ্য দিয়েছে। খবর পেয়ে ডাকবাংলা ক্যাম্প পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতদল পালিয়ে যেতে সক্ষম হয়।

Leave a comment