স্টাফ রিপোর্টার: তিন মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে তোবা গ্রুপের পাঁচটি কারখানারশ্রমিকেরা আজ শনিবার সকালে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে।ঈদের আগে গত ২৮ জুলাই থেকে এসব কারখানার দেড় হাজারের বেশি শ্রমিক বেতন-ভাতার দাবিতে অনশন করে যাচ্ছেন। গতকাল শুক্রবার সকালে ঢাকার মধ্য বাড্ডায় হোসেন মার্কেট ভবনে অবস্থিতকারখানায় শ্রমিকদের সাথে সোমবার থেকে অনশনরত গার্মেন্টস শ্রমিক ঐক্যফোরামের সভাপতি মোশরেফা মিশু এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।মিশু বলেন, সারাদেশে আন্দোলন ছড়িয়ে দেয়া হবে। এ জন্য আমরা ‘তোবাগ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি’ গঠন করেছি। এ কমিটি শ্রমিকদের অধিকার আদায়েআশুলিয়া, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ সারা দেশে সমাবেশ করবে।
মিশু আরও বলেন, শ্রমিকেরা পাঁচ দিন ধরে অনশন করছে। আর বিজিএমইএ আরওসাতদিন সময় লাগবে বলে পরিহাস করছে। বিজিএমইএ নেতারা তোবার মালিক দেলোয়ারকেজামিনে মুক্ত করতে তৎপরতা চালাচ্ছেন। অথচ শ্রমিকদের দিকে তাকাচ্ছেন না।