গাজার শিশুদের বাঁচতে দাও

মাথাভাঙ্গা মনিটর: গাজার আল শিফা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৬ বছরের নূর। তার পাশেরবিছানায় ৪ বছরের খালেদ, ইয়ামিন। এ হাসপাতালেই গত কয়েক দিনে মারা গেছেতাদেরই মতো প্রায় ৫০০ শিশু। পোড়া জিভ নিয়ে এখানেই ভর্তি ৬ বছরের মরজুবমুসা এল ভান। না পারছে কথা বলতে, না পারছে খেতে। সারাদিনই হাসপাতালের বাইরেঅ্যাম্বুলেন্সের শব্দ। ত্রিপলে জড়ানো ৭ বছরের আবদুল্লাহ সামারলার ছোট্টশরীর ভেসে যাচ্ছে রক্তে। এদের মাঝেই গভীর পোড়া, ভাঙা হাত নিয়ে মায়ের পাশেশুয়ে বিশ্বের রাষ্ট্রনেতাদের উদ্দেশে এক খোলা চিঠি লিখল ১০ বছরের আলালিয়া।এক ভারতীয় টিভি চ্যানেলকে আহত ঠোঁট নেড়ে অতি কষ্টেআলালিয়া পড়ে শোনান তার বার্তা –‘গাজা স্বাধীন ভাবে বাঁচতে পারছে না।আমাদের খুব কষ্ট। আমি আশা করি গাজার শিশুরা স্বাধীন ভাবে বাঁচবে। বিশ্বেরকাছে আমার আর্জি, গাজার শিশুদের বাঁচার আধিকার দাও। কেন তাদের এই অধিকারনেই?কেন তারা বাকি বিশ্বের মতো স্বাধীন ভাবে বাঁচতে পারবে না?আমিরাষ্ট্রনেতাদের আর্জি জানাচ্ছি গাজার শিশুদের বেঁচে থাকার সুযোগ করে দাও।’

Leave a comment