বিরোধীদলের নৈরাজ্যকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে
দর্শনা অফিস: আগামী ২১ সেপ্টেম্বর চুয়াডাঙ্গার বেগমপুর স্কুলমাঠে আ.লীগের জনসভা অনুষ্ঠিত হবে। এ জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতিসভা হয়েছে। গত বুধবার বিকেলে বেগমপুর স্কুলমাঠে অনুষ্ঠিত প্রস্তুতিসভার সভাপতিত্ব করেন আ.লীগ নেতা মোবারক হোসেন। সভায় প্রধান অতিথি- চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, বাংলাদেশ আ.লীগ তার জন্মলগ্ন থেকেই দেশ ও জনগণের কল্যাণে কাজ করে আসছে। অকুতোভয় নেতা বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের রক্তে ভেজা এ দলটি আপমর জনতার হৃদয়ের মণিকোটায় স্থান করে নিয়েছে। এ দেশের মানুষ যার জ্বলন্ত প্রমাণ দিয়েছে ২০০৯ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে। বিরোধীদলের নৈরাজ্যকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। সভায় আলোচনা করেন- দামুড়হুদা উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, আ.লীগ নেতা মিজানুর রহমান টিপু, হামিদুল্লাহ, আব্দুর রাজ্জাক, আলী হোসেন মাস্টার, আব্দুল হান্নান, সোহরাব হোসেন খান, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, শেখ আসলাম আলী তোতা, বিল্লাল হোসেন, সাইফুল ইসলাম হুকুম প্রমুখ।