ডিসিদের পত্রিকা বাতিলের ক্ষমতা দেয়া হচ্ছে না: ইনু

 

স্টাফ রিপোর্টার: ডিসিদেরহাতে পত্রিকার ডিক্লারেশন বাতিলের ক্ষমতা দেয়া হচ্ছে না। ১৯৭৩ অ্যাক্টকেযুগোপযোগী করার বিষয়ে আমরা কাজ করা যাচ্ছি বলে জানিয়েছেন তথ্য মন্ত্রীহাসানুল হক ইনু। গতকালবৃহস্পতিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে একসাংবাদিক সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা জানান।চলচ্চিত্র ও প্রকাশনাঅধিদপ্তর (ডিএফপি) পত্রিকার ডিক্লারেশন বাতিলের ক্ষমতা ডিসিদের হাতে দেয়ারবিষয়ে মতামত দিলেও মন্ত্রণালয় তা আমলে নেয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, আইন, আধ্যাদেশ, বিধি, প্রবিধি, নীতিমালা যুগোপযোগী তথ্য হালনাগাদকরণ প্রতিটিমন্ত্রণালয়ের রুটিন কাজ। তথ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত বিভিন্ন কমিটিরয়েছে। ইতোমধ্যেই এ সকল কমিটি  আইন, আধ্যাদেশ, বিধি, প্রবিধি, নীতিমালাযুগোপযোগী করার কাজ করছে।মন্ত্রী বলেন, প্রিন্টিং প্রেসেস অ্যান্ডপাবলিকেশনস (ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন) অ্যাক্ট সংশোধন করেসংবাদপত্রের প্রকাশনা বন্ধের ক্ষমতা ডিসিদের হাতে দেয়া হচ্ছে বলে যে কথাউঠেছে তা সঠিক না।ইনু বলেন, ডিসিদের হাতে পত্রিকার ডিক্লারেশন বাতিলেরক্ষমতা দেয়া নয়, ১৯৭৩ অ্যাক্টকে যুগোপযোগী করার বিষয়ে আমরা কাজ করছি।বর্তমান সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ নয়, অবাধ স্বাধীনতায় বিশ্বাসী। ডিসিদেরহাতে পত্রিকার ডিক্লারেশন বাতিলের ক্ষমতা দেয়ার বিষয়ে তথ্য মন্ত্রণালয় মাথাঘামাচ্ছে না। আমরা গোপনে কিছু করি না, গোপন কিছু করবও না। কোনো নতুন আইন বাআইন সংশোধনের আগে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে আইনের খসড়া তৈরি করেওয়েবসাইটে প্রকাশ করে এরপর খসড়া চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

Leave a comment