মেহেরপুর আশরাফপুর গোল্ডকাপ ফুটবলে যতারপুর জাগ্রত ক্লাব জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউপির আশরাফপুর স্কুলমাঠে অনুষ্ঠিত আশরাফপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় মুজিবনগর উপজেলার যতারপুর জাগ্রত ক্লাব জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় মুজিবনগর যতারপুর জাগ্রত ক্লাব ১-০ গোলে দামড়হুদা উপজেলার রামনগর মাথাভাঙ্গা যুব সংঘকে পরাজিত করে।

খেলায় মুজিবনগর যতারপুর জাগ্রত ক্লাবের পক্ষে আলম এক মাত্র গোলটি  করেন। খেলাটি পরিচালনা করেন আনারুল ইসলাম। তাকে সহযোগিতা করেন মুছা করিম ও সার্থক আলী। খেলার ধারাভাষ্য বর্ণনায় ছিলেন আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমীন।