ইরাকে কয়েদীবাহী গাড়িতে হামলায় পুলিশসহ নিহত ৬০

 

 

মাথাভাঙ্গা মনিটর: ইরাকেররাজধানী বাগদাদের কাছে আসামি বহনকারী গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় ৭পুলিশ সদস্যসহ ৬০ জন নিহত হয়েছেন। স্থানীয় নিরাপত্তা বাহিনীর উদ্ধৃতি দিয়েগতকাল বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। হতাহতেরসংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে এই হামলার দায়কেউ স্বীকার করেনি।দেশটির সরকারি কর্মকর্তারা জানায়, আসামিদের বহনকারীগাড়িবহর তাজি শহর থেকে রাজধানী বাগদাদের দিকে যাওয়ার সময় রাস্তায় পেতে রাখাবোমা বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায় আত্মাঘাতীরা

Leave a comment