মাথাভাঙ্গা মনিটর: সুইজ্যারল্যান্ডের বনে এক দশক ধরে ঘুরে বেড়াচ্ছে রহস্যময় একজন। সে আসলে মানুষ না দানব তা নিশ্চিত নয়। প্রথমবারের মতো তার একটি ছবি প্রকাশ পেয়েছে। ছবিতে দেখা যায়, সামরিক বাহিনীর জলপাই রঙের পোশাক, একটি মোটা জোব্বা, মুখে তার গ্যাস মাস্ক। অদ্ভূত চরিত্রের এ অধিকারী লি লিয়ন নামে পরিচিত। তার সাথে কথা বলতে যোগাযোগ করার চেষ্টা করছেন সুইস পুলিশ। তাকে দেখে যেন কেউ ভয় না পায় সে ব্যবস্থা করার চেষ্টায় আছেন সরকারি কর্মকর্তারা। বছর দশক ধরে লি লিয়নের গল্প সুইজ্যারল্যান্ডের পশ্চিমাঞ্চলের মৌলেস বণাঞ্চলের আশপাশের স্থানীয়দের মুখে মুখে চলে আসছে। গত মাস সুইজারল্যান্ডের দৈনিক লে মাটিন একটি ছবি প্রকাশ করে। ছবিটিতে সামরিক পোশাক পরহিত হেঁটে যেতে একজনকে দেখা যায়। তাকেই মনে করা হচ্ছে, লি লিয়ন হিসেবে। ধারণা করা হচ্ছে, এবারই প্রথম ক্যামেরায় ধরা পড়ে লি লিয়ন। আলোকচিত্রী জানান, প্রায় ১২ মিটার দূর থেকে তিনি ছবিটি তুলেন। লম্বায় তিনি এক দশমিক ৯০ মিটারের (৬ ফুট ২৩ ইঞ্চির বেশি) বেশি। বড় বড় চোখে ফিরে তাকালেন এবং নীরবে চলে গেলেন।