মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের টেংরামারী গ্রামের মাঠের মধ্যে চলন্ত ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী জাহাঙ্গীর গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্বার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গতকাল বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের টেংরামারী মাঠের মধ্যে রেল সড়কের পাশে এলাকার কৃষকেরা একজন ট্রেনে কাটা মানুষ অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। গ্রামের অনেকেই ভিড় জমায় ট্রেন সড়কের পাশে। স্থানীয় লোকজন ছুটে গিয়ে দেখতে পাই সারা শরীরে রক্তমাখা গুরুতর আহত অবস্থায় লোকটি বেঁচে আছে। তাকে দ্রুত উদ্বার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত। তিনি মোমিনপুর ইউনিয়নের শরিষাডাঙ্গা গ্রামের মৃত মুনতাজের ছেলে।