রিয়ালের পথে হামেস রদ্রিগেজ

মাথাভাঙ্গা মনিটর: খুব দ্রুতই হয়তো অবসান হতে যাচ্ছে সব জল্পনা-কল্পনার। অপেক্ষার প্রহরওফুরোতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ সমর্থকদের। বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী হামেসরদ্রিগেজকে হয়তো এবারের মরসুমের শুরু থেকেই দেখা যাবে বার্নাব্যুতে।

রদ্রিগেজকেদলে ভেড়ানোর জন্য ফ্রান্সের ক্লাব মোনাকোর সাথে কথাবার্তা নাকি পাকা করেফেলেছে রিয়াল মাদ্রিদ। চুক্তির অঙ্কটাও নাকি ১১০ মিলিয়ন ডলারের কম নয়।

এবারেরবিশ্বকাপের গোল্ডেন বুট বিজয়ী রদ্রিগেজ কেবল নিজে গোল করা নয়, অন্যকেদিয়েও গোল করাতে পারদর্শী। তার প্রতি ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আগ্রহথাকবে এটাই স্বাভাবিক। কিন্তু এ কলম্বিয়ান তারকার নিজের পছন্দের দল যেরিয়াল মাদ্রিদ। তাই বার্নাব্যুতে যোগ দেয়াটা কলম্বিয়ান তরুণ-তুর্কিরস্বপ্ন পূরণের মতোই এক ব্যাপার।

রিজের বাজার নিয়ে এই মুহূর্তে দারুণসচেতন রদ্রিগেজ। বিশ্বকাপ শেষ করে বর্তমান ক্লাব মোনাকোর হয়ে কোনোপ্রাক-মরসুম ম্যাচেই মাঠে নামছেন না তিনি। পাছে চোট-ফোট সবকিছু গুবলেট করেদেয়। সম্প্রতি তাকে নাকি মাদ্রিদ বিমানবন্দরেও দেখা গেছে লাগেজপত্র হাতে।তবে কি বার্নাব্যুতে আসার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই মাদ্রিদে এসেছিলেনতিনি?