চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির বিশেষ দোয়া মাহফিল

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা শাখার ১১ জন সদস্য এবার পবিত্র হজব্রত পালনের নিয়ত করেছেন। হজযাত্রীদের উদ্দেশে গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় সমিতির কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা শাখা এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, পবিত্র হজব্রতপালনের উদ্দেশে যারা পবিত্র মক্কার উদ্দেশে রওনা হচ্ছেন তাদের মধ্যে রয়েছেন, সেলিম রেজা, মো. মাসুম, মো. টুটুল, মো আজাদুল ইসলাম, মো. আনু, মো. লণ্টু, আব্দুর রহমান মালিতা, মো. আমিনুল, মো. নিপ্পন, মো. বাবুল ও মো. হাফিজুর রহমান। গতকাল সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মো. জসিম উদ্দীন। সার্বিক দায়িত্বে ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন। সমিতির কার্যকরি ও সাধারণ সদস্যদের অনেকেই দোয়া মাহফিলে শরিক হন।