সুন্দরবনে পুলিশের সাথে বন্দুকযুদ্ধেনিহত ১

 

স্টাফ রিপোর্টার: সুন্দরবনে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নমির তালুকদার (৩৮) নামেরএক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নমির সুন্দরবনে অপহরণ ও ডাকাতিরসাথে জড়িত।নিহত নমির তালুকদারের বাড়ি বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নেরঅর্জুনবহর গ্রামে। গতকাল রোববার ভোর ৪টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগেরশরণখোলা রেঞ্জের ভোলা নদীর পূর্ব পাড়ে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থলথেকে দেশে তৈরি বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।বন্দুকযুদ্ধে পুলিশের দু সদস্য সামান্য আহত হয়েছেন।শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস সালেক বলেন, ‘গতকাল সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় বাগেরহাট সদর উপজেলারবেমরতা ইউনিয়নের অর্জুনবহর বাজার থেকে সুন্দরবনের বনদস্যু নমির তালুকদারকেগ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে শরণখোলা থানায় এনে জিজ্ঞাসাবাদ করাহয়। এ সময় সে অস্ত্রভান্ডারের কথা স্বীকার করে। ভোর ৪টার দিকে পুলিশ তাকেনিয়ে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা নদীর পূর্ব পাড়ে যায়। এসময় তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে নমির গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।