স্টাফ রিপোর্টার: রাজধানীর আদাবর থানার কাছেই মোটর সাইকেলে আরোহী এক প্রকৌশলীকে গুলি করে আড়াই লাখ টাকা ছিনতাই হয়েছে। গতকালরোববার দুপুর দেড়টার দিকে আদাবরথানার প্রায় দেড়শ গজের মধ্যে ছিনতাইয়ের এ ঘটনা ঘটলেও থানা পুলিশ কিছুই জানে না।ঈদের কেনাকাটায় সরগরম রাজধানীতেএর প্রায় দেড় ঘণ্টা বাদেই কমলাপুরে এক ব্যবসায়ীকে গুলি করে ৫০ হাজার টাকা ছিনিয়েনেয়া হয়েছে।আদাবরে ছিনতাইয়ের শিকারমঞ্জুরুল আলম মৃদুল (২৭) মোবাইলফোন অপারেটর রবির একজন প্রকৌশলী। তাকে ঢাকামেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মৃদুল বলেন, রিং রোডে ডাচ বাংলা ব্যাংক থেকে আড়াই লাখ টাকা তুলে ইস্টার্ন ব্যাংকেজমা দিতে যাওয়ার সময় তিনি ছিনতাইকারীর কবলে পড়েন।ঘটনারপ্রত্যক্ষদর্শী সালাউদ্দিন ওয়াহেদ প্রীতম জানান, থানার দেড়শ’ গজ দূরত্বে তিনজন যুবক একটি মোটরসাইকেলে এসে মৃদুলের পায়ে গুলিকরে হাতে থাকা ব্যাগ নিয়ে দ্রুতগতিতে এলাকা ত্যাগ করে।