স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গৃহবধূ, মেয়ে ও নাতিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার জোরবাড়িয়া দড়িবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- জোহরা (৫৫), তার মেয়ে সীমা ও নাতি ফারুক (৬)। এ বিষয়ে ফুলবাড়িয়া উপজেলার দরিবাড়ি গ্রামের বাসিন্দা ও উপজেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক সরকার জানান, কে বা কারা স্থানীয় দড়িবাড়ি গ্রামের আব্দুল লতিফের স্ত্রী জোহরা, মেয়ে সীমাকে রান্নাঘরে গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। এ সময় নাতিকেও গলা কাটা অবস্থায় পাওয়া যায়। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর সেও মারা যায়।