দামুড়হুদায় দু গাঁজা বিক্রেতার ছয় মাস করে জেল

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদায় দু গাঁজা বিক্রেতাকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা ভুমি অফিসার  ফরিদ হোসেন গত মঙ্গলবার বিকেলে তার কার্য্যালয়ে আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, দামুড়হুদার জয়রামপুর শেখপাড়ার মৃত সবের মন্ডলের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী হারেজ উদ্দিন (৫০) ও গাতিপাড়ার মৃত ইউসুফ মন্ডলের ছেলে নাসির উদ্দিনকে (৪০) চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রক পরিদর্শক লাকিয়া খানম গত মঙ্গলবার বেলা ২টায় হারেজকে হোটেল থেকে গাঁজাসহ আটক করে। পরে তাদেরকে দামুড়হুদা ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফরিদ হোসেন আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় হারেজ ও নাসিরকে ছয় মাস করে কারাদণ্ড প্রদান করেন।