নাগদাহ ইউপি মেম্বার শাহাজদ্দিনের বিরুদ্ধে মাটি ভরাটের টাকা আত্মসাতের অভিযোগ

 

 

ভ্রাম্যমা প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর মোড় হতে ভোলাড়দাড়ির একমাত্র চলাচলের কাঁচা রাস্তার মাটি ভরাটের কাবিটার ১ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।রাস্তায় মাটি না পড়লেও মাটি ভরাট দেখিয়ে কাজের প্রকল্প চেয়ারম্যান ৩নং ওয়ার্ড মেম্বার শাহাজদ্দিন আত্মসাৎ করেছেন।

অভিযোগকারীরা জানান,নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর মোড় হতে ঘোলদাড়ি যাওয়ার একমাত্র কাঁচা রাস্তাটির মাটি ভরাটের জন্য ১ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। এলাকাবাসী অভিযোগ করে বলেন ওই টাকার মধ্যে ১৩ হাজার ৪শ টাকায় ২নং ওয়ার্ড মেম্বার ফজল আলীর পুকুরের মাটি কেটে পুকুর পাড় বাঁধাইয়ের কাজ করান, যা রাস্তার কোনো কাজে আসেনি। আর বাদবাকি ১ লাখ ৬৬ হাজার ৬শত টাকা আত্মসাৎ করেছেন শাহাজদ্দিন মেম্বার। এই রাস্তা একটু বৃষ্টি হলেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তাতে এলাকাবাসীকে চরম দুর্ভোগে পড়তে হয়। এ ব্যাপারেনাগদাহ ইউপি চেয়ারম্যান দারুস সালামের কাছে জানতে চাইলে তিনি বলেন কাজ হয়নি একথা সত্য নয়। বিষয়টি সরেজমিনে তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে এলাকাবাসীর দাবি।