মাথাভাঙ্গা মনিটর: আর মাত্র একটি ম্যাচ। তার পরই জানা যাবে পরম আরাধ্য বিশ্বচ্যাম্পিয়নেরশিরোপাটা লিওনেল মেসির হাতে উঠছে কি-না। ওই একটি ট্রফিই যে এখনো বাকি আছেফুটবল জাদুকরের হাতে ওঠার। সর্বকালের সেরাদের একজন হওয়ার পথেও পাড়ি দিতেহবে আর একটাই মাইলফলক, বিশ্বকাপ জয়।
মেসিও তা-ই ভাবছেন হয়তো।হল্যান্ডকে হারানোর ইন্সটাগ্রামে পোস্ট করেছেন,শিরোপা থেকে মাত্র এক কদমদূরে আছেন। লিখেছেন, আমাদের আর মাত্র এক পা এগোনো বাকি আছে।মেসি-ম্যাজিকেইএতোটা পথ পাড়ি দিয়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের মতো নকআউটে নিজের সামর্থ্যঅনুযায়ী জ্বলে উঠতে না পারলেও দৃঢ় চিত্তে নেতৃত্ব দিয়েছেন দলকে। ন্যুক্যাম্পে ছয়বার লা লিগা ও তিনবার চ্যাম্পিয়ন্স লিগসহ সব রকম শিরোপাই অন্ততএকবার ছুঁয়ে আসা মেসির হাতে ধরা দেয়নি শুধুই স্বপ্নের বিশ্বকাপ। কিন্তুসর্বকালের সেরাদের তালিকায় ঢুকতে যে ওই সোনার হরিণের দেখা একবার পেতেই হয়।পেলে,ম্যারাডোনা কিংবা জিনেদিন জিদান ইতিহাসে শিরোপাজয়ীরাই পেয়েছেনকাঙ্ক্ষিত অমরত্ব।আজ মেসি যখন মাঠে নামবেন, মাঠের সীমানার ঠিকপাশেই শোভিত থাকবে সোনার ট্রফি। অন্যভাবে বললে, অমরত্বের চাবিটাই যেন ঠিকসামনে রেখে খেলবেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।