ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান খালেদার

 

স্টাফ রিপোর্টার: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের হামলা বন্ধেআন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন ২০ দলীয় জোট নেতা ওবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কয়েক দিন ধরে চলা এ হামলার নিন্দা জানিয়েএক বিবৃতিতে তিনি বলেন, পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনি জনগোষ্ঠী ইসরাইলিবর্বর আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না। দীর্ঘদিন ধরে গাজা উপত্যকাকে অবরুদ্ধকরে রেখে ফিলিস্তিনি জনগোষ্ঠীকে ভয়াবহ মানব বিপর্যয়ের দিকে ঠেলে দেয়ার পরওচলছে ইসরাইলি সামরিক অভিযান। খালেদা জিয়া বলেন, গত কয়েকদিনের নির্বিচারেবর্বরোচিত বিমান হামলায় নারী ও কোলের শিশুসহ শতাধিক ফিলিস্তিনিকেনির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রায় ছয়শজনের অধিক ফিলিস্তিনি মারাত্মকভাবেআহত হয়েছেন। বিপন্ন ধ্বংসস্তুপে পরিণত করা হয়েছে অসংখ্য বাড়িঘর ও সরকারিবেসরকারি প্রতিষ্ঠান। গাজা উপত্যকায় লোকালয়ের পর লোকালয় এখন বিরাণভূমিতেপরিণত হয়েছে। দিশেহারা হয়ে জীবন বাঁচাতে গিয়ে এখন হাজার হাজার ফিলিস্তিনিনিরাপদ আশ্রয় খুঁজে বেড়াচ্ছেন।