মহেশপুরে জামায়াতের তিননেতা গ্রেফতার

 

 

মহেশপুর প্রতিনিধি: গত শুক্রবার রাতে মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে জামায়াতের ৩ জন রোকনকে গ্রেফতার করেছে পুলিশ।মহেশপুর থানার অফিসার ইনচার্জ শাহাজান আলী জানান, উপজেলার বাঘাডাঙ্গা গ্রাম থেকে জামায়াত ইসলামীর ইউনিয়ন রোকন খাইরুল ইসলাম জুপিটার, নেপা গ্রাম থেকে নেপা ইউপি চেয়ারম্যানের ছাদেকুল ইসলামের ভাই জামায়াতের রোকন জহুরুল ইসলাম এবং খালিশপুর সরদারপাড়ার জামায়াতের রোকন জিয়াউর রহমানকে পুলিশ নাশকতা, মুর্তি ভাঙা ও অফিসে আগুন দেয়া মামলায় গ্রেফতার করেছে। গতকাল শনিবার সকালে তাদেরকে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে।