দর্শনা রেলইয়ার্ডে ফের লুটেরাদের তাণ্ডব :নিরাপত্তাকর্মী বিল্লাল জখম

 

 

ধারালো অস্ত্রসহ অভিযুক্ত লুটেরা শাহরুল আটক

দর্শনা অফিস:বিজিবি ও নিরাপত্তা সদস্যদের কঠোর ভূমিকায় লুটেরাচক্র অনেকটাই পিছু হটেছে। কড়া নজরদারির মধ্যেও কেউ কেউ লুটপাটে মেতে রয়েছে। লুটেরাদের ধারালো অস্ত্রের কোপে জখম হয়েছেন নিরপত্তাকর্মী বিল্লাল। দর্শনা রেলইয়ার্ডে লুটপাট করার সময় নিরাপত্তাদের হাতে ধারালো অস্ত্রসহ আটক হয়েছে লুটেরাচক্রের অভিযুক্ত সদস্য শাহরুল। শাহরুলকে আটকের পর সোপর্দ করা হয়েছে বিজিবির হাতে। চলছে মামলার প্রস্তুতি।

জানা গেছে, দর্শনা রেলইয়ার্ডকে লুটেরামুক্তকরণে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবি গ্রহণ করেছে নানামুখি পদক্ষেপ। বিজিবির পাশাপাশি নড়ে-চড়ে বসেছেন রেলওয়ে নিরপত্তা বিভাগের সদস্যরা। ফলে ইয়ার্ডে লুটপাট ঘটনা কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে। কড়াকড়ি অবস্থার মধ্যেও লুটেরাচক্রের সদস্যরা ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে গতকাল শনিবার রাত ৯টার দিকে হানা দেয় দর্শনা রেলইয়ার্ডে। এ সময় নিরাপত্তা বিভাগের সদস্যরা প্রতিরোধ গড়ে তুললে লুটেরাচক্র হামলা চালায়। লুটেরাদের হামলায় নিরাপত্তা বিভাগের সদস্য বিল্লাল রক্তাক্ত জখম হয়েছেন। এ সময় নিরাপত্তাদের হাতে ধারালো অস্ত্রসহ আটক হয়েছে লুটেরাচক্রের সদস্য শাহারুল। দর্শনা পৌর শহরের মোবারকপাড়ার পিয়ার আলীর ছেলে শাহরুলকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দর্শনা বিজিবির হাতে সোপর্দ করা হয়। বিজিবি শাহরুলকে জিজ্ঞাসাবাদ শেষে গতরাতেই নিরাপত্তাদের হাতে সোপর্দ করেছে। এ ঘটনায় নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে শাহরুলসহ তার সাঙ্গপাঙ্গের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।