স্টাফ রিপোর্টার: গাজীপুরসিটি কার্পোরেশনের নিখোঁজ ওয়ার্ডের কাউন্সিলর পারভীন আক্তারকে হবিগঞ্জেরনবীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ কথা জানিয়েছেন জেলা প্রশাসক জয়নালআবেদিন।জানা গেছে, গত শুক্রবার সকালে দক্ষিণ পানিশাইলএলাকার রহিম আফরোজ ব্যাটারী কারখানার কাছে স্বামী কর্তৃক নির্যাতনে কথা বলেকাউন্সিল পারভীন আক্তারের মোবাইলে ফোন করে অজ্ঞাত এক নারী। ওই নির্যাতিতনারী তাকে উদ্ধারের জন্য আবেদন জানালে পারভীন আক্তার সকাল সাড়ে ৮টার দিকেবাসা থেকে বের হয়ে যান ওই মহিলার কাছে। এ সময় তার মোবাইলে চার্জ না থাকায়মোবাইলটি বাসায় চার্জে রেখে যান। তিনি ফিরে না আসায় পরিবারের লোকজন তারখোঁজে ওই ব্যাটারী কারখানার কাছে যায়। সেখানে কোনোসালিস হয়নি বলেস্থানীয়রা তার পরিবারের লোকজনদের জানান। তাকে সম্ভাব্য সকল স্থানে খুঁজে নাপেয়ে শুক্রবার রাতে জয়দেবপুর থানায় কাউন্সিলর পারভীন আক্তারের স্বামীমিনহাজুল ইসলাম একটি সাধারণ ডায়েরি করেন।কাউন্সিলরেরচাচা দুলাল মিয়া জানান, ২০১১ সালের ২৩ জুলাই তার বড় ভাই ও কাউন্সিলরপারভীনের পিতা মুক্তিযোদ্ধা চাঁন মিয়া জমি সংক্রান্ত বিরোধের কারণে খুন হন।ওই খুনের ঘটনায় তারা এলাকার স্থানীয় প্রভাবশালী দুলাল হাজিসহ বেশ কয়েকজনকেআসামি করা হয়। এ মামলার বাদী ছিলেন কাউন্সিলর পারভীন আক্তার। পারভীনআক্তার নিখোঁজ হওয়ার ঘটনার সাথে তার পিতার হত্যাকারীরা জড়িত থাকতে পারেবলে পরিবারের সদস্যদের ধারণা।