জীবননগর ব্যুরো: জীবননগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল রোববার প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ইউএনও নূরুল হাফিস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অবৈধভাবে মহাসড়কে পার্কিং করা যাত্রীবাহী একটি বাসকে ৫০০ টাকা, মহাসড়কের ধারে অবৈধভাবে ইটভাটার মাটি স্তুপ করায় এনবিএম ব্রিক্সকে ১ হাজার টাকা ও পাউয়ার ট্রিলারের চাকায় কাদা করার লোহার চাকা লাগিয়ে পিচ রাস্তার ওপর চালানোর অপরাধে শহরের আঁশতলাপাড়ার জনিকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলন করার অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত উথলীর সাবান বিশ্বাসের ছেলে রাশেদের বালি খোলায় অভিযানে গেলে তারা এসময় পালিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালত এসময় বালি তোলার কাজে নিয়োজিত দু শ্রমিককে আটক করেন।