জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে এক বাংলাদেশি গরুব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার ভোর ৪টার দিকে তাকে উপজেলার বেনীপুর সীমান্ত থেকে ভারতের নোনগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ধরে নিয়ে যান। আটক বিল্লাহ হোসেনকে (৪৫) ফেরত দেয়নি বিএসএফ।
বিজিবি ও গ্রামবাসীসূত্রে জানা যায়, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামের রবিউল ইসলাম ওরফে রবি কামারের ছেলে বিল্লাল হোসেন ওরফে বিলু একজন গরুব্যবসায়ী। সে ভারত থেকে মহাজনের গরু আনার কাজ করে। সোমবার রাতে সে ভারতে অনুপ্রবেশ করে গরু আনার জন্য। বেনীপুর সীমান্তে ৬২ নম্বর মেন পিলারের নিকট দিয়ে প্রবেশ করে গরুর জন্য অপেক্ষা করতে থাকে। এ সময় ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ তাকে আটক করে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়। এ নিয়ে গতকাল মঙ্গলবার বেনীপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে পতাকা বৈঠকে বিএসএফ আটক বিলুকে ফেরত দেয়নি। বিএসএফ’র স্পেশাল ফোর্সের হাতে আটক বাংলাদেশিকে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবিসূত্রে জানা গেছে।