স্টাফ রিপোর্টার: নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শাজাহান খান এমপি আগামী ২৪ আগস্ট চুয়াডাঙ্গায় আসছেন। তিনি এদিন জীবননগরের দৌলতগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করবেন।
নৌপরিবহন মন্ত্রীর সফরসূচিতে বলা হয়েছে, ২৪ আগস্ট দুপুর ১২টায় যশোর চৌগাছা থেকে সড়ক পথে মন্ত্রী চুয়াডাঙ্গার জীবননগরের উদ্দেশে যাত্রা শুরু করবেন। বেলা ১টায় জীবননগের পৌঁছুবেন। মধ্যাহ্ন বিরতির পর বিকেল ৩টায় তিনি দৌলতগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করবেন। সাড়ে তিনটায় তিনি জনসমাবেশে যোগ দেবেন। সন্ধ্যা সাতটায় তিনি ঢাকার উদ্দেশে চুয়াডাঙ্গা ত্যাগ করবেন।
উল্লেখ্য, চুয়াডাঙ্গার জীবননগর দৌলতগঞ্জ স্থলবন্দরটি দীর্ঘদিন ধরে পুনঃচালুর দাবি উত্থাপিত হয়ে আসছিলো। অবশেষে তা উদ্বোধন হতে যাচ্ছে। এ স্থলবন্দর উদ্বোধনকে কেন্দ্র করে জীবননগরে ইতোমধ্যেই উৎসবের আমেজ ফুটে উঠতে শুরু করেছে।