মেহেরপুর জেলা যুবদলের আহ্বায়কের মায়ের ইন্তেকাল

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম বড় বাবুর মা হোসনে আরা বেগম গত সোমবার রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। মৃতুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনী রোগে আক্রান্ত ছিলেন। তিনি ৪ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে নামাজে জানাজা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার দাফন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।