নির্বাচন বিষয়ে সংসদ সিদ্ধান্ত নেবে : সিইসি

 

স্টাফ রিপোর্টার: নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। গতকাল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ একথা জানিয়েছেন। কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, বিরোধী দল ও জাতীয় পার্টি নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা প্রকাশ করলেও চাপ অনুভব করছে না নির্বাচন কমিশন। তিনি বলেন,  নির্বাচন কমিশন নিয়ে যে যার মত ব্যক্ত করেছে। কাজ দিয়েই কমিশন তার স্বচ্ছতা প্রমাণ করবে। এরই মধ্যে ৬টি সিটি করপোরেশনসহ ৬শ’রও বেশি নির্বাচন করেছে ইসি। প্রত্যেকটি নির্বাচনই নিরপেক্ষ ও স্বচ্ছতার মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। সোমবার বিকেলে নির্বাচন কমিশনে তিনি এ কথা বলেন। সংসদ রেখে নাকি সংসদ ভেঙে নির্বাচন হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন- সংবিধান ও বিধি অনুযায়ী নির্বাচন হবে এবং সে বিষয়ে সংসদই সিদ্ধান্ত নেবে। কোন পদ্ধতিতে নির্বাচন হবে সরকারের পক্ষ থেকে ইসি’র কাছে কোনো নির্দেশ আসেনি বলেও তিনি মন্তব্য করেন। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড  তৈরির মাধ্যমে আমরা সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে চাই। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের বিষয়ে সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ অব্যাহত থাকবে। রাজনৈতিক দলগুলো চাইলেই কমিশনের সাথে বৈঠক করতে পারে।