দামুড়হুদায় আন্তঃচিৎলা মেম্বারকাপ ফুটবলে আলোর ঝিলিক জয়ী

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা সদর ইউনিয়নে আন্তঃচিৎলা মেম্বারকাপ ফুটবল গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় আলোর ঝিলিক ফুটবল একাদশ ১-০ গোলে চিৎলা একতা ফুটবল একাদশকে পরাজিত করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন আলোর ঝিলিক ফুটবল একাদশের ফরোয়ার্ড রনি। খেলায় রেফারি ছিলেন আব্দুস সালাম, মাসুদ মেম্বার ও তারিকুল। দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, গোবিন্দহুদা বলাকা ক্লাবের সভাপতি সাবেক ইউপি সদস্য লুৎফর রহমানসহ অসংখ্য দর্শক এ ফুটবল খেলা উপভোগ করেন।