দিল্লিতে তিনতলা ভবন ধসে নিহত ৩

মাথাভাঙ্গা মনিটর: ভারতের রাজধানী দিল্লিতে তিনতলা একটি ভবন ধসে ৩ জন নিহত হয়েছেন। গতকাল শনিবারস্থানীয় সময় সকাল ৯টার দিকে উত্তর দিল্লির ইন্দ্রলোকে এ দুর্ঘটনা ঘটেছে।উত্তরদিল্লির মেয়র যোগেন্দর চান্দলিয়া বলেন, এ দুর্ঘটনায় তিনব্যক্তি নিহত হয়েছেন। যারাভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন তাদের উদ্ধারে অভিযান চলছে।ডেপুটিকমিশনার অব পুলিশ মাধুর ভার্মা বলেন, আহত ৯ জনকে বারা হিন্দু রাও হাসপাতালে নেয়াহয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।মাধুর জানান, ভবনটিতে চার থেকেপাঁচটি পরিবার বসবাস করতো। ভবনের ধ্বংসস্তূপের নিচে প্রায় ১৫ জন আটকা পড়ে রয়েছেন বলেধারণা করা হচ্ছে।

Leave a comment