স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দখলপুর গ্রামে থেকে পুলিশ হত্যা মামলার আসামি জামায়াত নেতা আব্দুল আজিজ কাদরীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি হরিণাকুণ্ডু উপজেলার দখলপুর ইউনিয়ন জামায়াতের আমির। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। হরিণাকুণ্ডু থানার ওসি মহিবুল ইসলাম জানান, রাত সাড়ে নয়টার দিকে আব্দুল আজিজ কাদরীকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি হরিণাকুণ্ডু থানায় দায়ের করা পুলিশ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে একটি ভাঙচুর মামলাও রয়েছে বলেও জানান ওসি।