প্রতিরোধেরমুখে ডাকাতদলের পলায়ন

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার কাশিপুর মাঠপাড়ায় প্রতিরোধের মুখে ডাকাতদল পালিয়ে গেছে। গত শনিবার গভীর রাতে প্রায় ১৫/২০ জনের ডাকাতদল কাশিপুর গ্রামের সেনা সদস্য আবুল কাশেমের বাড়িতে হানা দেয়ার চেষ্টা করে। বিষয়টি আঁচ করতে পেরে প্রতিবেশীরা পুলিশকে খবর দিয়ে প্রতিরোধে এগিয়ে এলে ডাকাতদল ব্যর্থ হয়ে পালিয়ে যায়।

এলাকাবাসী জানায়, শনিবার রাত দেড়টার দিকে ১৫/২০ জনের অস্ত্রধারী একদল ডাকাত কাশিপুর মাঠপাড়া গ্রামের সেনা সদস্য আবুল কাশেমের বাড়িতে হানা দেয়। বিষয়টি আঁচ করতে পেরে বাড়ির লোকজন চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা জেগে ওঠে। এসময় তারা জীবননগর থানায় খবর পাঠিয়ে ডাকাত প্রতিরোধে সংঘবদ্ধভাবে এগিয়ে আসে। অবস্থা বেগতিক দেখে ডাকাতদল এসময় পালিয়ে যায় বলে জানা গেছে।