গাংনীর হেমায়েতপুরে বিদ্যুতস্পৃষ্টে মহিলার মৃত্যৃ

 

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামে বিদ্যুতস্পৃষ্টে লতিফা খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি মুরগির খামারে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের ময়েজ উদ্দীনের স্ত্রী।

জানা গেছে, বিকেলে বাড়ির পার্শ্ববর্তী জহুরুল মণ্ডলের পরিত্যক্ত মুরগির খামারের কাছ থেকে যাওয়ার সময় পা পিছলে পড়েন লতিফা খাতুন। খামারের বৈদ্যুতিক তার ধরে দাঁড়াতে গিয়ে ঘটে বিপত্তি। ওই তারের সাথে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। রাত সাড়ে ৮টার দিকে জানাজা শেষে গ্রাম্যকবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। পরিবার ও স্বজনদের মাঝে বিরাজ করছে শোকের ছায়া।