চুয়াডাঙ্গায় অটোচালককে মারপিট করলেন দু কনস্টেবল

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অটোচালক রাজনকে ধরে মারপিট করেছেন দু পুলিশ কনস্টেবল। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে ফকিরপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। আহত অটোচালক রাজন জেলা বিশেষ শাখা (ডিএসবি)র সদস্য ফজলুল কবির গামার ছেলে।

রাজন অভিযোগ করে জানান, ‘চুয়াডাঙ্গা বড় বাজার থেকে রিজার্ভ যাত্রী নিয়ে দামুড়হুদার কোষাঘাটায় যাচ্ছিলাম।পথিমধ্যে ফকিরপাড়া নামক স্থানে পৌঁছুলে পুলিশ অটোবাইকের গতিরোধ করে আমাকে নামিয়ে নিয়ে গালিগালাজ করে এবং অটোবাইকের চাবি কেড়ে নেয়।এসময় আমি রিজার্ভ ভাড়ার কথা বললে কনস্টেবল মনিষ কুমার ও কনস্টেবল সোহেল রানা আমার দুহাত বেঁধে উপর্যুপরি মারপিট করেন।মারপিটের একপার্যায়ে আমি আমার পিতার পরিচয় দিলে আরো বেশি মারপিট করে।’ রাজন গুরুতর জখম হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়।এঘটনায় জেলা বহুমুখি ইজিবাইক সমিতির নেতৃবৃন্দরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।