আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার নিরপেক্ষ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার শাখা অফিসের সহায়তায় দুটি নারী নির্যাতন মামলা নিষ্পত্তি করা হয়েছে। গত ২১ জুন শনিবার এ দুটি মামলা নিষ্পত্তি করা হয়।
জানা গেছে, নিরপেক্ষ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার শাখা অফিসের সহায়তায় উপজেলার মধূপুর গ্রামের মৃত আনসার আলীর মেয়ে মোমেনা খাতুন পাঁচলিয়া গ্রামের মৃত হাবেজ উদ্দিনের ছেলের সাথে দ্বিতীয় বিয়ে করে। কিছুদিনপর তাদের মাঝে পারিবারিক দ্বন্দ্ব হলে মোমেনা মানবাধিকার সংস্থায় মামলা করেন।অপরদিকে উপজেলার জেহালা ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের মোজাম্মেলের মেয়ে জোসনা খাতুনের কুষ্টিয়া মিরপুরের নকরবাকা গ্রামের মৃত ফাকের মণ্ডলের ছেলের সাথে বিয়ে হয়। যৌতুকের দাবিতে জোসনাকে নির্যাতন করায় জোসনা ওই সংস্থায় মামলা করেন। নিরপেক্ষ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার শাখা অফিসে উভয় পক্ষকে ডেকে মিলের সাথে তাদের পাওনা মিটিয়ে দিয়ে এ দুটি মামলা নিষ্পত্তি করা হয়। এসময় উপস্থিত ছিলেনজেলা কো-অর্ডিনেটর হেলাল উদ্দিন, থানা কো-অর্ডিনেটর রুখসানা আক্তার শিরিন, অ্যাড. মোখলেচুর রহমান, অফিসের সকল কর্মচারীসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।