মাথাভাঙ্গা মনিটর: কোনো খেলোয়াড়ের মূল্য ১০ কোটি ইউরো হতে পারে না। টটেনহ্যাম হটস্পার থেকে ‘অচিন্তনীয়’ এ দামে রিয়াল মাদ্রিদ গ্যারেথ বেলকে চুক্তি করায় অবাক হলেন ফ্রান্সের সাবেক স্ট্রাইকার জিনেদিন জিদান। ২৪ বছর বয়সী ওয়েলস তারকা বেল গত ১ সেপ্টেম্বর বিশ্ব রেকর্ড দামে স্প্যানিশ ক্লাবে যোগ দেন। ক্লাবটির বর্তমান সহকারী কোচ জিদানও ২০০১ সালে তৎকালীন রেকর্ড ফিতে জুভেন্টাস থেকে রিয়ালে যোগ দেন। ওই দামেও আপত্তি দেখালেন বিশ্বকাপজয়ী এ অধিনায়ক।
ফরাসি টিভি চ্যানেল ক্যানাল প্লাস’কে বললেন, দশ বছর আগে আমাকে সাড়ে সাত কোটি ইউরোতে এখানে আনা হয়েছিলো। আমি বলবো ওই দামের যোগ্য ছিলাম না। আমি মনে করি একজন খেলোয়াড়ের এতো দাম হয় না। এটা ফুটবল, দুর্ভাগ্যবশত খেলোয়াড় কেনা নিয়ে যেটা ঘটছে তা অচিন্তনীয়। ক’দিন আগে বেলকে এতো দামে কেনার প্রতিক্রিয়ায় উয়েফার সভাপতি মিচেল প্লাতিনি বলেছিলেন, দলবদল অনেকটা ডাকাতির পর্যায়ে চলে গেছে।