কুতুবপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টঅনুষ্ঠিত হয়

 

বদরগঞ্জ ব্যুরো: কুতুবপুর ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর- বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলা কুতুবপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত ভুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত হয়। কুতুবপুর ইউনিয়নের সকল সরকারি-বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। গতকাল রোববার সকাল ১০টার দিকে ফাইনাল খেলা বঙ্গবন্ধু নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক সিন্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-১গোলে পরাজিত করে। দ্বিতীয় খেলা বঙ্গমাতা ভুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা ৪-০ গোলে সিন্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। ৪দিনব্যাপি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা খেলা শেষে ভুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়। পরিচলনা কমিটির সভাপতি মেম্বার মহসিন আলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩নং কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মো.আহমেদ আলী, মর্তুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.রহমান, কবীর আহমেদ, হাসানহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমান আলী, পরিচলনা সদস্য লালচাঁদ আ.মজিদ মালিতা, সাংবাদিক কবীর দুখু মিয়া ও শিমুল আহমেদ।অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মো.আবদুল সামাদ।