স্টাফ রিপোর্টার: যশোরেএকটি যাত্রীবাহী বাস থেকে চার কেজি ৪০০ গ্রাম ওজনের ৩৬টি সোনার বারসহপাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকালরোববারবেলা ২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানি এলাকা থেকে বেনাপোলগামীবিআরটিসি বাস তল্লাসি করে সোনাসহ এ ভারতীয় নাগরিকদের আটক করা হয়।আটককৃতরাহলো- ভারতের মহারাষ্ট্রের নাকপুর এলাকার বিজয় কুমার চন্দ্র, একই এলাকাররুহিত অশোক, কামাল ওথারার, রাজকুমার ও আহমেবাদের রাকেশ।যশোর বিজিবিরঅধিনায়ক কর্ণেল মতিউর রহমান জানান, বিআরটিসি পরিবহনে করে আটক পাঁচ যাত্রীদেশে ফিরে যাচ্ছিলেন। এসময় তারা ৩৬টি সোনার বার (৪ কেজি ৪০০ গ্রামস্বর্ণ) পাচার করে নিয়ে যাচ্ছিলেন। বিজিবি সদস্যরা যশোর-বেনাপোল মহাসড়কেরলাউজানি এলাকায় বিআরটিসি বাস থামিয়ে তল্লাশি করে এ সোনার বার উদ্ধারসহতাদেরকে আটক করেছে।